যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় মোটর সাইকেল ও ৩৫ বোতল ফেনসিডিল সহ আলমগীর হোসেন সুজন (২৩) নামের এক যুবককে পুলিশ আটক করেছে।
সোমবার বিকালে শার্শার ইছাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
সে বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের নুর বক্স গাজীর ছেলে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, গোপন খবরের ভিত্তিতে সোমবার (৭সেপ্টেম্বর) বিকালে ইছাপুর গ্রামের মধ্যে রাস্তার উপর থেকে তাকে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে মোটর সাইকেলসহ গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তিতে মোটর সাইকেলের চ্যাসিসের ভেতর থেকে ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আলমগীরের বিরুদ্ধে ফেনসিডিল পাচারের মামলা দিয়ে যশোর কোর্টে পাঠানো হবে বলে তিনি জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]