শার্শার বাগআঁচড়া সাতমাইল শাপলা রাইচমিলের মহিলা শ্রমিক মমতাজ বেগম (২২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে শার্শার রুদ্রপুর গ্রামের আবদুল্লার স্ত্রী।
তারা দু'জনেই শাপলা রাইসমিলে চাতাল শ্রমিকের কাজ করত।
মমতাজের বান্ধবী চাতাল শ্রমিক মারুফা জানান, গতকাল সারাদিন কঠোর পরিশ্রম করে যার সেই রাত ১টার দিকে ঘুমিয়ে পড়ে। এই সুযোগে মমতাজ টুলের ওপর দাড়িয়ে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। মমতাজের আত্মহত্যায় চাতাল শ্রমিকরা সকলেই শোকাহত।তাদের স্বামি স্ত্রীর ভেতরে কোন গন্ডগোল ছিলোনা বলে সবাই জানায়।
এস আই আনোয়ার আজিম সকাল ১১ টার দিকে লাশ নিচে নামান। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে শার্শা থানায়।
মেয়ের পরিবার লাশ দাবী করলেও পুলিশ ময়না তদন্ত ছাড়া লাশ দিতে নারাজ।
মমতাজ দু' সন্তানের জননী। মমতাজের বাবার নাম মাহতাপ গাজী মায়ের নাম হামিদা খাতুন। তারা খুলনার কয়রা থানার গৌরকাটি গ্রামের স্থায়ী বাসিন্দা। তারা ছোটকাল থেকেই বিভিন্ন চাতালে চাতাল শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]