যশোরের শার্শা উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে প্রতিদিন ভারত থেকে বানের পানির মত আসছে মদ, গাঁজা, চারস ও ফেনসিডিল। সেই সাথে চলছে পুলিশের অভিযান। এতে মাদক ব্যাবসা থেমে না থাকলেও বেকায়দায় পড়েছে মাদক ব্যাবসায়ীরা।
এক সপ্তাহর ব্যবধানে বাগআঁচড়া এলাকা থেকে পুলিশ ৪'শ বোতল ফেনসিডিল, দু'কেজি গাঁজা, দুটি মটর সাইকেল, একটি ইজিবাইক ও ৪ আসামি আটক করেছে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, তার নেতৃত্বে আজ বুধবার বিকালে বাগ আঁচড়া পুলিশ বসতপুর এলাকা থেকে আলমগীর নামে এক যুবককে ৮০ বোতল ফেন্সিডিল সহ আটক করে।
এর আগে ১৭ জুলাই বসতপুর এলাকা থেকে একটি ইজিবাইকসহ ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
১২ জুলাই ময়নার বটতলা থেকে ১টি হোন্ডা মোটর সাইকেল সহ ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
১১জুলাই রুদ্রপুর থেকে উদ্ধার হয়েছে ৭৫ পিস ফেনসিডিল।
একই দিনে জামতলা থেকে ৮০ বোতল ফেনসিডিলসহ তরিকুল ইসলামকে আটক করা হয়।
এর আগের দিন রাড়ীপুকুর মাঠ থেকে একটি মোটরসাইকেলসহ ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এবং ঐ একই এলাকা থেকে পুলিশ দু'কেজি গাঁজাসহ লাইলী ও তানিয়া নামে দু'মহিলাকে গ্রেফতার করে।
উত্তম কুমার বিশ্বাস আরো জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]