বাগআঁচড়া বাজার থেকে অপহৃত নবজাতক শিশু তাসিন (২৭ দিন) কে তিনদিন পর উদ্ধার করেছে পিবিআই পুলিশ। তাসিন শার্শার রুদ্রপুর গ্রামের আাশরাফুল ইসলাম ও জান্নাতুল ফেরদৌস দম্পতির ছেলে।গত ২০ জানুয়ারি বাগআঁচড়া বাজার থেকে সালমা খাতুন (২৩) নামে এক মহিলা এনজিও'র কর্মী পরিচয়ে ছদ্মবেশ ধারনকরে তাকে চুরি করে নিয়ে যায়। ঘটনার পর পরই প্রথমে পুলিশ ও গোয়েন্দা পুলিশ শিশুটি উদ্ধারে মাঠে নামে। দুদিনের মাথায় পিবিআইকে শিশু উদ্ধারের দায়ীত্ব দেয়া হয়। শনিবার সকাল থেকে দুপুর দুটো পর্যন্ত তারা ভিডিও ফুটেজ পর্যবেক্ষন করে। এর পর তারা মাঠে নামে শিশু উদ্ধারে। তারা গোপন খবরে সাতক্ষীরার কলারোয়া থানার সোনবাড়ীয়া গ্রামে মিলন গাজীর বাড়ী থেকে শনিবার সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে শিশুটি উদ্ধার করে। এসময় সালমা খাতুন ও তার শশুর লুৎফর গাজী (৫৫) কে আটক করে শার্শা থানায় নিয়ে আসা হয়। শিশু তাসিনকে উদ্ধার করে তার বাবা মা'র কাছে দেয়া হয়েছে। এবং সালমা ও লুৎফর কে জিজ্ঞাসা বাদের জন্য পিবিআই হেফাজতে নেয়া হয়েছে। মাতৃত্বের স্বাদ নিতে নিঃসন্তান সালমা খাতুন শিশুটিকে চুরি করে বলে পুলিশকে জানায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]