বাগেরহাটে রাস্তার পাশে ধানক্ষেত থেকে রুবেল মোল্লা (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মাঝিডাঙ্গা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত রুবেল বাগেরহাট পৌর এলাকার মুনিগঞ্জ মালোপাড়া এলাকার আব্দুস সাত্তার মোল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ‘রাস্তার পাশে ধানক্ষেতে মরদেহ–স্থানীয়দের মাধ্যমে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে।
স্থানীয়রা মরদেহটি রুবেল নামে এক প্রতিবন্ধী যুবকের বলে শনাক্ত করেছেন। ধারণা করা হচ্ছে, কোনো কারণে রাস্তার পাশে ধানক্ষেতে পড়ে গিয়ে আর উঠতে পারেনি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]