জি.এম আবুল হোসাইন: বাগেরহাটে পাইকারি ও খুচরা বাজারে নিত্য-প্রয়োজনীয় পণ্যের বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
রবিবার (১১ আগষ্ট) দুপুরে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে কৃৃষি বিপণন অধিদপ্তর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় ও বাগেরহাট জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সমন্বয়ে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
বাগেরহাট সদরের স্থানীয় পাইকারি ও খুচরা বাজারে নিত্য-প্রয়োজনীয় পণ্যের দোকান ও কাঁচামালের আড়তে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বাজারের আড়তদার ও ব্যবসায়ীবৃৃন্দের সাথে নিত্য প্রয়োজনীয় কৃৃষি পণ্যের মূল্য, সরবরাহ ও পরিবহণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়া ব্যবসায়ীদের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও প্রতিদিন হালনাগাদকরণ এবং পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণ করার ব্যাপারে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
ব্যবসায়ীদের কৃৃষি বিপণন আইন-২০১৮ মেনে যৌক্তিকমূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যথা আলু, পিঁয়াজ, রসুন, আদা ও অন্যান্য সবজি বিক্রয় করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া ফেসবুক ও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত বিভিন্ন পণ্যের বাজার দর সম্পর্কিত মিথ্যা গুজবে কান না দেওয়ার আহবান জানান বাগেরহাট জেলা কৃষি বিপণন কর্মকর্তা সুমন হোসাইন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]