স্টাফ রিপোর্টার: স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে কালিগঞ্জ পিএফজি’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা বটিয়াঘাটা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ১৬ অক্টোবর,২০২৪ বিকাল ৪.০০ টায় অনুষ্ঠিত হয়। পিএফজি কো-অরডিনেটর প্রহ্লাদ জোদ্দার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পিস অ্র্যাম্বাসেডর বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপি’র যুগ্মআহবায়ক মোঃ কামরুল ইসলাম। বিগত সভার কার্যবিবরণী উপস্থাপন করেন পিএফজি কোঅরডিনেটর প্রহ্লাদ জোদ্দার। সভায় বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর রিজিউনাল কো-অরডিনেটর মোঃ মাসুদুর রহমান ও এরিয়া কো-অরডিনেটর এস.এম রাজু জবেদ । সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভায় গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করণে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন পিএফজি’র সদস্যবৃন্দ এবং বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে পিএফজি গ্রুপ রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসনে দলমত নির্বিশেষে বটিয়াঘাটা এলাকায় সকল জনগণকে সাথে নিয়ে আগামীতে কাজ করার লক্ষে বিভিন্ন ধরণের কর্মপরিকল্পনা গ্রহণ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]