ভারতীয় নতুন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, এয়ার বাবল (বাণিজ্যিক ফ্লাইট) চালুর প্রক্রিয়া চলছে। খুব শিগগিরই চালু হবে। তবে টুরিস্ট ভিসা এখনই চালু হচ্ছে না।
সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাতের পর তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ভারতের সঙ্গে বন্ধুত্ব অকৃত্রিম। সে সম্পর্ক বহুমাত্রিক। তিস্তার পানি বণ্টন নিয়ে দু’দেশ ইতিবাচক অবস্থায় রয়েছে। সম্মানজনক সমাধানে দু’দেশ দৃঢ়ভাবে আশাবাদী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]