করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের যেন বাধ্য হয়ে দেশে ফিরতে না হয়, সেজন্য তিন মন্ত্রণালয়কে পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রণালয় তিনটি হলো- পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
সোমবার ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশ দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
বেঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সচিবালয় থেকে যুক্ত হন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘মন্ত্রিসভা নির্দেশনা দিয়েছে যে, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কীভাবে আরও বৈদেশিক আয় বাড়ানো যায়; বিদেশ থেকে আমাদের শ্রমিকরা যেন ফেরত না আসে- সে বিষয়ে শক্তিশালী পদক্ষেপ নেওয়ার বিষয়ে সচেষ্ট থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]