সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ছেলে বাপ্পা যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর আজ বৃহস্পতিবার তার শেষকৃত্য সম্পন্ন হয়। বাপ্পি লাহিড়ীর শেষ যাত্রার ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে। এতে দেখা গেছে বাবার মুখাগ্নি করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বাপ্পা।
কালো চশমা ভীষণ পছন্দ ছিল বাপ্পী লাহিড়ীর। শেষযাত্রায়ও তার চোখে ছিল সেই সানগ্লাস।
বাপ্পি লাহিড়ীর মেয়ে রীমার স্বামী গোবিন্দ বানশাল জানান, ‘গত মঙ্গলবার রাত সাড়ে ৮-৯টার মধ্যে সবার সঙ্গে খাওয়াদাওয়া করেন বাপ্পী লাহিড়ী। তার আধাঘণ্টার মধ্যেই অসুস্থবোধ করেন।
হাসপাতালে ভর্তি করানোর পর রাত ১১টা ৪৪ মিনিটে বাপ্পী লাহিড়ীকে মৃত ঘোষণা করা হয়। ’
মৃত্যুকালে সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ীর বয়স হয়েছিল ৬৯ বছর। অসংখ্য বাংলা ও হিন্দি চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়া বাপ্পি লাহিড়ী একাধারে ছিলেন গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও গায়ক।
সূত্র : এনডিটিভি
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]