বাস দুর্ঘটনাকবলিত আহত মানুষদের দ্রæত উদ্ধার করে চিকিৎসার্থে হাসপাতালে পাঠিয়ে প্রশংসা কুড়িয়েছে বিজিবি।
রবিবার দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা কলারোয়া সড়কের মোহনপুর বিজিবি চেকপোস্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় ১০জন বাসযাত্রী আহত হয়। আহতদের সাতক্ষীরা সদর ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে বিজিবি।
আহত যাত্রীরা জানান, যশোর থেকে সাতক্ষীরাগামি যাত্রীবাহি লোকাল বাস (যশোর মেট্রো ঝ-০৪-০০৬৭)) সাতক্ষীরা সদর থানাধীন মোহনপুর বিজিবি চেকপোস্টের সামনে এসে বাম দিকের প্রথম চাকা বøাস্ট হয়ে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী ধান কেতে উল্টে যায়। এতে কমপক্ষে ১০জন যাত্রী আহত হয়। বিজিবি ও স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি’র কোম্পানি কমান্ডার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ১৫ জানুয়ারি বিকাল ৩টার দিকে সাতক্ষীরা জেলার সদর থানাধীন তুজুলপুর নামকস্থানে কলারোয়া হতে সাতক্ষীরাগামী একটি যাত্রিবাহী লোকাল বাস (যশোর মেট্রো ঝ-০৪-০০৬৭) সামনের চাকা পাঞ্চার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা হতে ১০ গজ নিচে কৃষি জমিতে উল্টে পড়ে। উক্ত দূর্ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের একটি টহল দল দ্রæত ঘটনাস্থলে গমন করত: উদ্ধার কাজে অংশগ্রহণসহ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। উক্ত দূর্ঘটনায় বাসের ১০-১৫জন যাত্রী আহত হয়। আহত যাত্রীদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। বর্তমানে উক্ত রুটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
সাতক্ষীরা ব্যাটালিয়নের সকল সদস্যগণ সাতক্ষীরা জেলার সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এছাড়াও, যেকোন সড়ক দুর্ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতায় সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]