শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা।। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিআরটিএ সংস্থাপন শাখা কর্তৃক ৩১ জুলাই সকল মোটরযানের কাগজপত্রের বৈধতার মেয়াদ আগামী ১৬ সেপ্টেম্বর '২৪ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো মর্মে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিআরটিএ সংস্থাপন শাখার গত ৩১ জুলাই ২০২৪ তারিখের ৩৫.০০.০০০০.০২০.০৪.০১৭.১৩-৫২২ স্বারকের প্রজ্ঞাপনে গত ১৮ ও ১৯ জুলাই ২০২৪ তারিখ দুস্কৃতিকারী কর্তৃক বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর বনানীস্থ প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটতরাজ করা হয়। ফলে বিআরটিএ ভবনে স্থাপিত সার্ভার ও আইএস ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে বিআরটিএ কর্তৃক মোটরযান সংক্রান্ত সেবা যথা: ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ, অগ্রীম আয়কর আদায় এবং গাড়ি নিবন্ধন করা সম্ভব হচ্ছে না। ক্ষতিগ্রস্ত সার্ভার ও আইএস সচল ও কার্যকর করার কার্যক্রম চলমান আছে।
০২. বর্ণিত প্রেক্ষাপটে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা ১২৪(১)(থ) অনুযায়ী ১৬ জুলাই ২০২৪ তারিখ হতে যে সকল গ্রাহকের মোটরযানের ফিটনেস, ট্যাক্স টোকেন, অগ্রীম আয়কর, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন সংক্রান্ত কাগজপত্রের মেয়াদ ১৯ জুলাই ২০২৪ তারিখ অতিক্রান্ত হয়েছে অথবা ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে অতিক্রান্ত হবে সেসকল গ্রাহকের মোটরযানের উল্লিখিত সেবা সংশ্লিষ্ট কাগজপত্রের বৈধতার মেয়াদ আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো মর্মে জারি করা হয়েছে।
এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা কর্তৃক মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব মোঃ জসিম উদ্দিন স্বাক্ষরিত।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]