বিএনপির আন্দোলনের বেলুনের বাতাস বেরিয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।
তিনি বলেছেন, বিএনপির আন্দোলনের বেলুন ফিউজড হয়েছে। বিদেশিদের কাছে ধরনা দিয়েও বিএনপির লাভ হয়নি।
শনিবার রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে শোকাবহ আগস্ট উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, কানাডার আদালত পাঁচবার বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায় দিয়েছে। পৃথিবীর উন্নত দেশগুলোতে ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ পুড়িয়ে হত্যা করলে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল হয়ে যেতো বিএনপির।
ওই আলোচনা সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, পুলিশ যে কোনো সহিংসতা দমনে প্রস্তুত আছে। কোনো অশুভ তৎপরতা করে কেউ মানুষের শান্তি শৃঙ্খলায় বিঘ্ন ঘটাতে পারবে না।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]