তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নির্বাচন বর্জন করতে পারে, তাদের সেই অধিকার আছে। কিন্তু নির্বাচন ঠেকাতে পারবে না তারা।
সোমবার (৮ মে) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
এ সময় জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের প্রশংসা শুনে বিএনপি নেতাদের মাথা নষ্ট হয়ে গেছে।
তিনি বলেন, বিএনপি নেতারা কি বলছেন তাতে কিছুই যায় আসে না। বরং বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) কি বলছে তা গুরুত্ব দিচ্ছে সরকার।
ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রমিকদের মামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, নোবেল পাওয়া ব্যক্তির বিরুদ্ধে শ্রমিকদের মামলা দুঃখজনক।
অপর এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, 'আমরা সব দলের অংশগ্রহণে নির্বাচন চাই, বিএনপির সাথে লড়তে চাই। কিন্তু তারা মাঠ ছেড়ে পালিয়ে যায়। দলটি (বিএনপি) এমন একটা ব্যবস্থা চায়, যাদের ক্ষয়তায় আনবে'।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]