পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বিকাশ ভুল নাম্বারে চলে যাওয়া মুহিদ সাবু নামের এক ব্যক্তির ১৫ হাজার টাকা উদ্ধার করে ফেরত দিয়েছে পুলিশ। বুধবার (২৯ আগস্ট) রাত ১০ টার দিকে উদ্ধার করা টাকা প্রকৃত মালিককে বুঝিয়ে দেন এ এস আই মামুন।
টাকার মালিক মুহিদ সাবু মঠবাড়িয়া পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা। নগদ ক্যাশের ডিএম পদে চাকরি করেন তিনি।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহাঃ নুরুল ইসলাম বাদল জানান, একটি সংখ্যা ভুল হওয়ায় ওই টাকা কিশোরগঞ্জের হোসেনপুর থানা এলাকার এক ব্যক্তির বিকাশ নাম্বারে চলে যায়।
তাৎক্ষণিকভাবে টাকার মালিক ওই ব্যক্তির সাথে যোগাযোগ করলে মোবাইল ফোনটি বন্ধ করে রাখেন তিনি। এতে টাকার মালিক মঠবাড়িয়া থানায় একটি জিডি করেন। জিডির সূত্র ধরেই টাকা উদ্ধার করা হয়।
টাকা ফেরত পেয়ে মুহিদ জানান, এতদিন মনে করেছিলাম ওই টাকা হয়তো আর ফেরত পাব না। তবে আজকের টাকা হাতে পেয়ে বুঝতে পারলাম ভুল নাম্বারে চলে যাওয়া টাকাও উদ্ধার করা সম্ভব। এজন্য থানা পুলিশের প্রতি কৃতজ্ঞ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]