শ্যামনগর উপজেলায় বাংলাদেশ ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) তে ভর্তির সুযোগ পাওয়া ৪ জন খেলোয়াড় কে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে গতকাল সকাল সাড়ে দশটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম আবুজার গিফফারীর সভাপতিত্বে বিকেএসপি তে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া শ্যামনগরের ৪ জন আর্থিকভাবে অসচ্ছল খেলোয়াড়কে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অনুদানের চেক প্রধান অথিতি হিসাবে প্রদান করেন সাতক্ষীরা-০৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং খেলোয়াড়বৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]