শ্রীলঙ্কার সদ্য ক্ষমতা হারানো প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বড় ভাই মাহিন্দা রাজাপাকসেকে ত্রিঙ্কোমালি নৌঘাঁটিতে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কার প্রতিরক্ষামন্ত্রী কমল গুনেরত্নে।
তিনি বলেন, ‘তাকে উদ্ধার করে ত্রিঙ্কোমালির নৌ ডকইয়ার্ডে রাখা হয়েছে।’
তিনি আরও জানিয়েছেন, মাহিন্দাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয়েছে আর পরিস্থিতি স্বাভাবিক হলে তার পছন্দের জায়গায় পৌঁছে দেওয়া হবে।
গতকাল বিক্ষোভকারীরা মাহিন্দার সরকারি বাসভবনে হামলা চালানোর চেষ্টা করলে তাকে উদ্ধার করে সেনাবাহিনীর ভারী অস্ত্রধারী সদস্যরা। জানা যায় তাকে ত্রিঙ্কোমালি নৌঘাঁটিতে নেওয়া হয়েছে। সে বিষয়টিই বুধবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করলেন লঙ্কান প্রতিরক্ষামন্ত্রী।
এদিকে মাহিন্দাকে ত্রিঙ্কোমালি নৌঘাঁটিতে নেওয়ার খবরে সেখানেও মঙ্গলবার থেকে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। সবমিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সূত্র: মিরর শ্রীলঙ্কা, ইকোনোমি নেক্সট
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]