তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা.মো: মুরাদ হাসান বলেন; মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন বিচারকের দায়িত্ব পালনকালে সততা ও দক্ষতার পরিচয় দিয়েছেন। তার মৃত্যুতে আইনাঙ্গন এবং বাংলাদেশের বিচার বিভাগের অপূরণীয় ক্ষতি হয়েছে,জাতি হারিয়েছে দেশের শ্রেষ্ঠ কীর্তিমান একজন আইনজ্ঞকে।
মঙ্গলবার বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজায় অংশগ্রহণ করে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
জানাজায় অংশ নেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আপিল বিভাগের বিচারপতি, হাইকোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সিনিয়র আইনজীবীসহ সুপ্রিম কোর্টের আইনজীবীরা।
জানাজা শেষে দেয়া হয় গার্ড অফ অনার। পরে গ্রামের বাড়ি কিশোরগঞ্জের রওনা হয় মরদেহবাহী ফ্রিজার ভ্যান। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তার দাফন হবে।
ক্যারিয়ারের লম্বা একটা সময় সুপ্রিম কোটে কাটিয়েছেন বিচারপতি আমির হোসেন।
মঙ্গলবার সকাল ৭টা ৫৫ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বিচারপতির মৃত্যু হয়।
মৃত্যুকালে আমির হোসেন স্ত্রীসহ তিন সন্তান রেখে গেছেন।
দ্বিতীয় জানাজা শেষে কিশোরগঞ্জের নিকলীর গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]