মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা: ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি করেছে সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যান ফেডারেশন।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে র্যালিটি করে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা।
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের সাতক্ষীরা জেলা সভাপতি সুজায়েত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যান ফেডারেশনের সাতক্ষীরা জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল।
সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ আব্দুল গফ্ফারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা সভাপতি শেখ নুরুল হুদা, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের উপদেষ্টা মাওলানা আজিজুর রহমান, সাবেক সভাপতি এ্যাড. আজিজুল ইসলাম, এ্যাড. আব্দুস সুবহান মুকুল,মোঃ আমজাদ হোসেন, সদর উপজেলার সভাপতি আবু হোসেন, শহর সভাপতি মাস্টার মেহেরুল্লাহ,শহর সেক্রেটারি ইকবাল হোসেন, ভোমরা স্থলবন্দরের শ্রমিক ইউনিয়নের আহবায়ক লুৎফর রহমান, বনি আমিন প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]