নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ১০ কেজি রূপার গহনা ও একটি মোটরসাইকেলসহ ২ জনকে আটক করেছে বিজিবি।
আটককৃতরা হলেন, কলারোয়া উপজেলার কেড়াগাছি-চারাবাড়ী গ্রামের জাহাঙ্গীর মন্ডলের ছেলে মোঃ জাকির মন্ডল (২৮) ও শাহাপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোঃ তামিম হোসেন (১৮)।
বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে বিজিবির একটি বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা থেকে এসব আটক করেন।
বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মো. আশরাফুল হক রাত ১০ টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সুত্রে জানা যায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক, বিএ-৬৩৮০ লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর দিক নির্দেশনায় তলুইগাছা বিওপির নায়েক সুবেঃ মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিকদল ১০.১২৫ কেজি রুপার গহনা ও দুই চোরাকারবারির ব্যবহৃত মোটর সাইকেল জব্দ করে। জব্দকৃত রুপার গহনার ওজন ১০.১২৫ কেজি মূল্য ২১ লাখ ২৬ হাজার ২৫০ টাকা এবং মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা। সর্বমোট সিজার মূল্য ২৪ লাখ ৬ হাজার ২৫০ টাকা।
বিজিবি অধিনায়ক জানান, এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা করতঃ আসামীকে থানায় হস্তান্তর এবং রুপার গহনাগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।
বিজিবি অধিনায়ক আরো জানান, চোরাকারবারী কর্তৃক বর্ণিত রৌপ্য শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]