যশোরের কেশবপুরের বিদ্যানন্দকাটি ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার সন্ধ্যায় ভান্ডারখোলা বাজারে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব সৈয়দ নাহিদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্তের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা ও যশোর জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক বি এম ইব্রাহীম হোসেন, যুগ্ম- আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম- আহ্বায়ক আজাদ আবেদীন, আওয়ামী লীগনেতা আব্দুল মান্নান, হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক সিরাজুল ইসলাম, বিদ্যানন্দকাটি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান প্রমুখ। সম্মেলনে সর্বসম্মতিক্রমে গোপাল চৌধুরীকে সভাপতি, রফিকুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি ও তবিবুর রহমান খানকে সাধারণ সম্পাদক নির্বাচন করে বিদ্যানন্দকাটি ইউনিয়ন কৃষকলীগের কমিটি গঠন করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]