শ্রেষ্টত্বের অবস্থানে সবমিলিয়ে সেরাদের সেরা হলো কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
কলারোয়া উপজেলা শ্রেষ্ঠ শিক্ষক / শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান কর্মকর্তা ও কর্মচারী বাছাই কমিটির সভাপতি কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস ও সদস্য সচিব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এইচ এম রোকনুজ্জামান স্বাক্ষরিত ১৩ সেপ্টেম্বর'র এক পত্রে এই শ্রেষ্ঠত্বের তালিকা প্রকাশ করা হয়।
এতে উপজেলার ১২৭টি বিদ্যালয়ের মধ্য হতে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মুজিবুর রহমান, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসাবে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসাবে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাব লিডার অনুপ কুমার ঘোষ কে নির্বাচিত করেছেন বাছাই কমিটি।
এছাড়া ১১ ক্যাটাগরির বাছায় পর্বের শ্রেষ্ঠত্বের অবস্থানে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হলেন জালালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তহমিনা পারভিন, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক তুলসিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো.হাবিবুর রহমান, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হলেন মুরারিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিলকিস খাতুন, শ্রেষ্ঠ এসএমসি নির্বাচিত হলেন মো. সাইফুল্লাহ আজাদ সভাপতি যুগীখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজ কর্মি নিবাচিত হলেন বীর মুক্তিযোদ্ধা মো.গোলাম কুদ্দুস হিজলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ কর্মচারী হলেন মো.শওকত আলী, উচ্চমান সহকারী উপজেলা শিক্ষা অফিস, শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার হলেন মো. হুমায়ুন কবির, উপজেলা শিক্ষা অফিস ও ঝরে পড়ার হার উল্লেখযোগ্য হারে কমাতে সক্ষম হয়েছে লোহাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম ঘোষনা করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]