সাতক্ষীরা প্রতিনিধি: পাকিস্তানের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে মুক্তিকামী বাঙালির আন্দোলন কঠোরহস্তে দমনের জন্য একাত্তরের ২৫ মার্চ রাতে যে নারকীয় হত্যাযজ্ঞের সূচনা করেছিল পাকিস্তানি বাহিনী, ভয়াবহ সেই নৃশংসতায় শহীদদের স্মরণে সাতক্ষীরা সদর উপজেলা ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পালিত হয়েছে গণহত্যা দিবস।
দিবসটি পালন উপলক্ষে গ্রহণ করা বিস্তারিত কর্মসূচি। কর্মসূচির মধ্যে ছিল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, স্মৃতিচারণ, প্রামান্য চিত্র প্রদর্শন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে একাত্তরের ২৫ মার্চ রাতে যে নারকীয় হত্যাযজ্ঞের স্মৃতিচারণ করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার স ম শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ব্রহ্মরাজপুর ইউনিয়ন জাপার সভাপতি আব্দুল খালেক, জাপা নেতা আব্দুর রশিদ পারভেজ। সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল, শিক্ষক প্রতিনিধি শামীমা আক্তার, সিনিয়র শিক্ষক মো: হাফিজুল ইসলাম, অরুন কুমার মন্ডল, গীতা রানী সাহা, কনক কুমার ঘোষ, আজহারুল ইসলাম।
দেবব্রত ঘোষ, ভানুবতী সরকার, খালেদা খাতুন, আসমাতারা জাহান, শিক্ষার্থী খুশি দেবনাথ ও তাহিরা আক্তার মিম প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মো: নজিবুল ইসলাম।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]