সাতক্ষীরার তালায় ১৮০০ কৃষকের মধ্যে বিনামূল্যে ধানের বীজ-সার বিতরণ করা হয়েছে।
২০২১-২২ অর্থবছরে রবি মেীসুমে বোরে ধানের উচ্চ ফলনশীল (উফশী) জাতের বীজ ব্যবহারের মাধ্যামে উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়।
উপজেলা কৃষি পুর্নবাসন বাস্তবায়ন কমিটি বাস্তবায়নে বৃহস্পতিবার দুপুরে শিল্পকলা একাডেমী হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন।
উপজেলা উপ-সহকারী (উদ্ভিদ সংরক্ষণ) কর্মকর্তা শেখ আবু জাফর এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ি,তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সন্জয় বিশ্বাস, জেলা কৃষক লীগ সভাপতি বাবু বিশ্বজিৎ সাধু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রোমা প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন জানান, এই কর্মসূচির পুনর্বাসন আওতায় পর্যায়ক্রমে উপজেলার ১৮০০ কৃষকের মধ্যে চাহিদা মোতাবেক বোরো ধান (উফশী) বীজ-৫ কেজি, ডিএপি সার-১০ কেজি ও এমওপি সার-১০ কেজি করে বিতরণ করা হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]