প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দুই প্রার্থী জয়ী হয়েছেন।
ঢাকা-১৪ উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার জানান, আওয়ামী লীগের আগা খান মিন্টু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়া কুমিল্লা-৫ উপনির্বাচনে আওয়ামী লীগের অ্যাডভোকেটের আবুল হাসেম খানও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের ব্যাপারে গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে বলে জানান সংশ্লিষ্ট দুই রিটার্নিং কর্মকর্তা।
এদিকে, বৃহস্পতিবার (২৪ জুন) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সিলেট-৩ সংসদীয় আসনের উপনির্বাচনের কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীই প্রত্যাহার করেননি। এ আসনে মোট চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সিলেট-৩ আসনের উপনির্বাচনে ২৮ জুলাই ইভিএমে এ ভোট হবে।
সিলেট-৩ উপনির্বাচনের রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইসরাইল হোসেন জানান, বৃহস্পতিবার শেষ দিনে কেউ মনোনয়পত্র প্রত্যাহার করেননি। তাই চার প্রার্থীই রয়েছেন প্রতিদ্বন্দ্বিতায়।
শুক্রবার প্রতীক বরাদ্দ পেলেও ৬ জুলাই থেকে প্রচারণা করতে পারবেন তারা।
আওয়ামী লীগের হাবিবুর রহমান, জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া, স্বতন্ত্র শফি আহমদ চৌধুরী রয়েছেন লড়াইয়ে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]