কোভিডের দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারত। নতুন নতুন করোনার ধরন শনাক্ত হওয়ায় আতঙ্ক প্রতিদিনই বাড়ছে। এমন পরিস্থিতিতে সামাজিক নানা অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দেশটিতে। তবে ঊড়িষ্যা রাজ্যে ঘটে গেল ব্যতিক্রমী ঘটনা।
শুক্রবার (২১ মে) বিয়ের দিন সকালেও করোনা পরীক্ষার রিপোর্ট হাতে পাননি বর রাজেন্দ্র ডান্ডিয়া। বিয়ের উদ্দেশে পাত্রীর বাড়িতে রওনা দেওয়ার পর জানতে পারেন সে করোনায় আক্রান্ত।
এ নিয়ে শুরু হয় হইচই। এ ঘটনায় হতবাক হয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এরপর বিয়ের মণ্ডপ থেকে বরকে তুলে নিয়ে আইসোলেশনে পাঠায় পুলিশ। বিয়ে বাড়িতে আসা দুই বাড়ির আত্মীয় স্বজনকে বাড়িতেই নিভৃতবাসে থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।
এ ব্যাপারে স্থানীয় বিডিও গায়ত্রী দত্ত নায়েক বলেন, করোনার সংক্রমণ রোধ করতে বরকে আইসোলেশনে পাঠানো হয়েছে। সেইসঙ্গে দুই পরিবারের সদস্যদের বাড়িবন্দি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: টিভি নাইন বাংলা
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]