স্টাফ রিপোর্টার : বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে ভারতীয় পুরিহত কর্তৃক কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং ভারতের বিজেপি সরকারের সমর্থন করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(০৮ অক্টোবর) সকালে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার আয়োজনে আলিয় মাদ্রাসা প্রাঙ্গন হতে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের পুরাতন সাতক্ষীরায় গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুহাঃ আখতারুজ্জামনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাদ্রাসার ২য় মুহাদ্দিস মোঃ মোস্তফা শামছুজ্জামান, সহকারী অধ্যাপক মো: হাফিজুর রহমান, প্রভাষক মোঃ রায়হানুল কবীর,শিক্ষার্থী মাসুদ রানা, যোবাইয়ের আহমেদ প্রমুখ। এসময় বক্তারা বলেন মহানবীর অপমান সহ্য করা হবে না। অবিলম্বে সরকারকে প্রতিবাদ জানাতে হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]