বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে কলারোয়ায় ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা জনবহুল বাংলাদেশে জন্ম নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ করেন।
রবিবার (১১ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।
কলারোয়ার অতিরিক্ত দায়িত্বে থাকা আশাশুনি উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আবু নসর, ডাক্তার কানিজ ফাতেফা ও সহকারী পরিবার পরিকল্পনা অফিসার পিযুষ কুমার ঘোষ।
মুখ্য আলোচক প্রফেসর আবু নসর বলেন, ‘বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে জনশক্তিকে জনসম্পদে পরিণত করার উদ্যোগ ও বাস্তবায়ন করতে হবে।’
তিনি এ ক্ষেত্রে একটি পৃথক এবং স্বাধীনরূপে ‘জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়’ গঠনের উপর দাবি জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]