বিশ্ব শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে ব্রেকিং দ্য সাইলেন্স এর আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ ডিজিটাল কর্ণারে ০৫ অক্টোবর ২০২১ তারিখে সকাল ১০ টায় শিশু এবং সেবা প্রদানকারীদের সাথে ডায়ালগ অনুষ্ঠিত হয়।
উক্ত ডায়লগে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহি অফিসার ফতেমা তুজ জোহরা, উপজেলা সমাজসেবা অফিসার সেখ শহিদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসের পক্ষে একাডেমিক সুপারভাইজার এবং সাতক্ষীরা সদর উপজেলার ইউনিয়ন পৌরসভা থেকে শিশু অংশগ্রহণ করে।
শিশুরা সাতক্ষীরাসহ বাংলাদেশের শিশু অধিকার পরিস্থিতি সম্পর্কে তুলে ধরেন বিশেষ করে সাতক্ষীরা সদর উপজেলার পক্ষ থেকে শিশুদের জন্য আগামীর করণীয় সম্পর্কে আলোচনা হয়। ঝরে পড়া শিক্ষার্থীদেরকে স্কুলে ফিরে আনা, বাল্যবিবাহ ঝুঁকিতে থাকা শিশুদেরকে সহযোগিতা করা, স্কুল পর্যায়ে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা মনিটরিং করা এবং নিশ্চিত করা, যেসকল শিশুরা শিশুশ্রম এর সাথে যুক্ত হয়ে যাচ্ছে তাদের শিশুশ্রম থেকে মুক্ত করে শিক্ষা জীবনের সাথে সম্পৃক্ত করা, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার উপকরণ সরবরাহ করা, বাল্যবিবাহ, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে সরকারি হেল্পলাইন নম্বর টি সকল শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচিত ঘটানো, শিশুদেরকে মাদক এবং পাচারের কবল থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, জলবায়ু পরিবর্তনে শিশুদের ওপর প্রভাব থেকে মুক্ত রাখতে কার্যকরী ভূমিকা গ্রহণ করা, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাধ্যমে একটি করে বৃক্ষরোপণ করা এবং সেটি পরিচর্যা করতে উদ্বুদ্ধ করা, স্কুল গুলোতে স্বাস্থ্যসম্মতভাবে করোনা প্রতিরোধে উদ্দ্যোগ গ্রহণ করা, বিদ্যালয়গুলোতে শারীরিক এবং মানসিক নির্যাতন বন্দে কার্যকরী ভূমিকা নেয়া, উপজেলা পরিষদ এবং সকল ইউনিয়ন থেকে শিশুদের উন্নয়নে আরো নতুন নতুন কার্যক্রম হাতে নিয়ে শিশুদের অংশগ্রহণে বাস্তবায়ন করা।
সভায় প্রধান অতিথি মহোদয় সকল শিশুদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান এবং শিশুদের দেয়া এবং দাবির প্রেক্ষিতে তিনি বলেন, আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই কর্মসূচির শিশুদের মাধ্যমে দেয়া প্রস্তাব যথাযথভাবে বাস্তবায়ন করা হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]