বিয়ের ৩ দিন পর কলারোয়ায় এক নববধূ আত্মহত্যা করেছে।
মঙ্গলবার ভোররাতে (২৭ অক্টোবর) পৌরসভা লাগোয়া উপজেলার লাঙলঝাড়া ইউনিয়নের লোহাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আত্মহননকারি আসমা খাতুন (১৮) ওই গ্রামের আবুল কাশেমের কন্যা।
লাঙলঝাড়া ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম জানান, 'গত শুক্রবার (২৩ অক্টোবর) খুলনার দিঘলিয়ায় আশরাফুল আলমের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় আসমা খাতুনের। রীতি অনুযায়ী বিয়ের পর দিঘলিয়ায় শশুরবাড়ি থেকে ঘুরে স্বামী-ননদকে সাথে নিয়ে পিতার বাড়িতে আসে আসমা। সোমবার দিবাগত আনুমানিক রাত ২টার দিকে সকলের অগোচরে ঘরের আড়াই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।'
তিনি আরো বলেন, 'কি কারণে আত্মহত্যা করেছে সেটা স্পষ্ট নয়। তবে স্বামী পছন্দ হয়নি- এমন কোন কারণে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।'
সকালে খবর পেয়ে থানা পুলিশ মৃতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করেন।
এ ঘটনায় কলারোয়া থানায় অপমৃত্যু মামলা (নং-৪৪/২০২০) হয়েছে বলে থানা সূত্র জানায়।
মঙ্গলবার রাতেই মৃতের লাশ দাফন সম্পন্ন হয় বলে ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]