কলারোয়ায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বিএম নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কলারোয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)।
৭ এপ্রিল (বৃহস্পতিবার) সন্ধ্যায় এক শোক বার্তায় কলারোয়া উপজেলা দুপ্রক সভাপতি মো. আখতার আসাদুজ্জামান চান্দু জানান, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বি.এম নজরুল ইসলামের মৃত্যুতে আমরা শোকাহত ও মর্মাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
কলারোয়া উপজেলা দুপ্রকের পক্ষ থেকে আরও শোক জ্ঞাপন করেছেন- সহ.সভাপতি কাজী সামছুর রহমান, মিসেস লতিফা আখতার হেনা, সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, সদস্য- জুলফিকারুজ্জামান জিল্লু, সহকারী অধ্যাঃ এ.এইচ.এম কামরুজ্জামান পলাশ, উৎপাল কুমার সাহা, মোঃ আজহারুল ইসলাম, জাহিদুর রহমান খান চৌধুরী।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা ১২টার দিকে রাজধানী ঢাকাস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলহাজ্ব বি.এম নজরুল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না..রাজিউন)।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]