ঢাকা-সাতক্ষীরা রুটে উদ্বোধন করা হয়েছে দ্রুত ও নিরাপদ যাত্রীবাহী পরিবহন এমআর বুলেট।
এমআর পরিবহনে নতুন সংযোজন এমআর সিলিপার কোচের পর এবার এমআর বুলেট উদ্বোধন করা হয়েছে। পরিবহণ জগতে এমআর বিজনেস গ্রুপ এমআর বুলেট উদ্বোধনের মধ্য দিয়ে আরো একধাপ এগিয়ে। মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা সঙ্গীতা মোড় সংলগ্ন এম আর কাউন্টারে ফিতা কেটে বুলেট বাস উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমআর বিজনেস গ্রুপের চেয়ারম্যান ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি নুরুল হক।
বিশেষ অতিথি ছিলেন এম আর বিজনেস গ্রুপের এমডি ইকবাল কবীর পলাশ।
আরো উপস্থিত ছিলেন এম আর বিজনেস গ্রুপের পরিচালক ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কলারোয়া শাখার সভাপতি শফিউল্লাহ রাজু।
সাতক্ষীরা নব জীবন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যাপক মো. রফিকুর রহমান সদর উপজেলা মৎস্য অফিসার মো. হাসানুজ্জামান প্রমুখ।
এম আর বিজনেস গ্রুপের পরিচালক শফিউল্লাহ রাজু জানান, ‘সিলিপার কোচে দেয়া খাদ্য তালিকায় রয়েছে জমজম কুয়ার পানি, আজওয়া খেজুর, আলু বোখরা, কালো কিচমিচ, কাজু বাদাম, মধু, পানি, ২পিচ কেক ও ৫পিচ চকলেট। এমআর পরিবহনে কোরআনের হাফেজ যাত্রীকে টিকিট সম্পূর্ণ ফ্রি দেয়া হচ্ছে। প্রকৃত এতিম-মিস্কিন যাত্রীদের টিকিট অর্ধেক মূল্যে দেয়া হচ্ছে। ঢাকায় গুরুত্বপূর্ণ চাকরীর বড় যেকোন পরীক্ষার সময় সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের টিকিট প্রতি ২’শ থেকে ৩’শ থেকে ক্যাশব্যাক দেয়া হচ্ছে। নামাজের সময় বাধ্যতামূলক নামাজ আদায়ের জন্য বিরতি দেয়া হয়।’
শফিউল্লাহ রাজু আরো জানান, বুলেটের উদ্বোধনের দিন একটি টিকিটের সাথে ফ্রি আরেকটি টিকিট প্রদান করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]