কলারোয়ার জয়নগরে বুষ্টার ডোজ দিবসে
সারা দেশের নায় স্বাস্থ অধিদফতরের দেওয়া কোভিড-১৯ (ফায়জারের) ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
(১৯ জুলাই) মঙ্গলবার সকাল থেকে জয়নগর ইউনিয়নের তিনটি কেন্দ্রে যথাযথ ভাবে একযোগে ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম পরিচালিত হচ্ছে বুষ্টার ডোজ দিবসে। ধানদিয়া কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ সহকারি সবিতা রাণী ঘোষের সার্বিক তত্বাবধানে ও সি এইচ পি নাজমা খাতুনের সহযোগিতায় জয়নগর, ধানদিয়া ও নীলকন্ঠপুর ৩ ওয়ার্ডে ৬ শত জনের বুষ্টার ডোজ টিকা দেওয়া হয়েছে। তবে সরেজমিনে যেটি নজরে এসেছে স্বতঃস্ফূর্ত ভাবে এই তিন ওয়ার্ডের মানুষ ভ্যাকসিন নিচ্ছে লম্বা লাইন দিয়ে। জয়নগর ইউনিয়নে তিন স্থানে চলছে যথাযত টিকা দেওয়ার কার্যক্রম তার মধ্যো ধানদিয়া কমিউনিটি ক্লিনিকে, খোর্দ্দবাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও জয়নগর ইউনিয়ন পরিষদ চত্বরে।
স্বাস্থ সহকারি সবিতা রাণী ঘোষ জানিয়েছেন, ৩ ওয়ার্ডে ৬ শত মানুষ তার মধ্যো ২৫০ পুরুষ ও ৩৫০ মহিলাদের কোভিড-১৯ বুষ্টার ডোজ দেওয়া হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]