নির্মাণাধীন বাড়ির প্রাচীর ভেঙে ফেলছিলেন যুবক। এ সময় বাধা দিতে যান বৃদ্ধা চাচি। তখনই তার বুকে লাথি মেরে ফেলে দেন ওই যুবক। সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিড়িওতে দেখা যায়, ঘটনার সময় আশপাশে আরও বেশ কয়েকজন যুবক ছিলেন। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সোমবার (২৮ মার্চ) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের দক্ষিণ পেলাইদ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় মামলা করেছে।
ভুক্তভোগী নারীর নাম মনোয়ারা বেগম। তিনি শ্রীপুরের তেলিহাটি এলাকার বাসিন্দা আব্দুল হাইয়ের স্ত্রী। আর অভিযুক্ত যুবকের নাম মাসুদ রানা। তিনি আব্দুল হাইয়ের ভাই নজরুলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ এলাকার আকলিমা বেগম বেশ কয়েক দিন ধরে তার বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের কাজ করাচ্ছিলেন। সোমবার দুপুরে আপন চাচাতো ভাই মাসুদ রানা ওই সীমানা প্রাচীর নির্মাণের কাজে বাধা দেন। কিন্তু বাধা উপেক্ষা করে কাজ করতে থাকলে প্রতিপক্ষ মাসুদ হাতুড়ি দিয়ে দেয়াল ভাঙতে থাকেন। এ সময় আকলিমার মা মনোয়ারা বেগম দেয়াল ভাঙতে বাধা দিলে তাকে লাথি মেরে ফেলে দেন মাসুদ। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।
এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর মঙ্গলবার (২৯ মার্চ) ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল মোহাম্মদ আজমীর হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আশ্বাস দেন।
সূত্র: সময় সংবাদ
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]