জাহাঙ্গীর হোসেন : দিনভর টানা বর্ষণ উপেক্ষা করে কলারোয়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলাম এর নির্দেশনায় কলারোয়া বাজারের পানি নিস্কাশন ব্যবস্থার সংস্কার কাজ দ্রুতগতিতে চলমান রয়েছে। বাজারের প্রাণকেন্দ্র চৌরাস্তা সহ অনেক জায়গায় দীর্ঘদিন ধরে জমে থাকা পলি ও ময়লায় ড্রেনগুলো কার্যত অকার্যকর হয়ে পড়েছিল। পৌর প্রশাসন ও বাজার ব্যবসায়ী সমিতির যৌথ তত্ত্বাবধানে বৃহস্পতিবার (২১ আগস্ট) দিনব্যাপী বাজারের বিভিন্ন স্থানে ড্রেন পরিষ্কার, পাইপ স্থাপন এবং পলি ও আবর্জনা অপসারণের কাজ চলে।
পৌর কর্তৃপক্ষের প্রতিনিধি নাজমুল হোসেন কাজ তদারকি করতে গিয়ে জানান, “বাজারের অধিকাংশ ড্রেন পলি ও আবর্জনায় বন্ধ হয়ে গেছে। ইউএনও স্যারের নির্দেশনায় দ্রুতগতিতে ড্রেন পরিষ্কার করা হচ্ছে। বৃষ্টির দিনেও আমরা কাজ চালিয়ে যাচ্ছি। একই সঙ্গে রাস্তাঘাট মেরামতের কাজও চলছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবো।”
বাজার ব্যবসায়ী সমিতির সার্বিক সহযোগিতায় কাজ সুন্দর ভাবে এবং দ্রুত গতিতে হচ্ছে।
ব্যাবসায়ী সমিতির সভাপতি এস.এম শওকত হোসেন বলেন, “উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে বাজারের উন্নয়নের বেশ কিছু কাজ ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে। আমরা তাকে ধন্যবাদ জানাই এবং আশা করি, অচিরেই একটি মডেল কলারোয়া বাজার গড়ে তোলা সম্ভব হবে।”
এসময় উপস্থিত ছিলেন কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ সমিতির অন্যান্য সদস্যরা।
ব্যবসায়ীরা বলেন এত দ্রুত কাজ তারা আগে দেখেননি। এইভাবে কাজ চলতে থাকলে কলারোয়া বাজারের পরিবেশ ও অবকাঠামো উন্নয়ন অচিরেই বাস্তবায়িত হবে, যা ব্যবসা-বাণিজ্যের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]