সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃহস্পতিবার (২৯ জুন) ঈদুল আজহার দিন ঢাকাসহ সারাদেশেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির এ প্রবণতা আগামী আরও দু-তিন দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। তবে, দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবণতা কম ছিল। এ সময় সবচেয়ে বেশি ১৫৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে কুমিল্লায়। ঢাকা ১১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ।
বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছে ঢাকায়। দেশের দক্ষিণাঞ্চলে সকাল থেকে আকাশ রোদময় থাকলেও সকাল দশটা থেকে শুরু হয় বৃষ্টি। বৃষ্টিতে ঈদের নামাজ আদায়ে দুর্ভোগে পড়ে রাজধানীবাসী। দক্ষিণাঞ্চলবাসী নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করলেও পশু কোরবানির পরে বিপাকে পড়ে। অনেকেই খোলা আকাশের নিচে গরু কোরবানি করে মাংস কাটাকাটি করছিলেন। বৃষ্টিতে বিপত্তিতে পড়েন সবাই। বৃষ্টির কারণে কোরবানি করা নিয়ে দুর্ভোগে পড়েছেন রাজধানীসহ দেশের অন্যান্য অঞ্চলের মানুষও।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]