কলারোয়া উপজেলার ১০নং কুশোডাঙ্গা ইউনিয়নের ঐতিহ্যবাহি পিছলাপোল গ্রামে পিছলাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। একটু খানি বৃষ্টি হলেই বিদ্যালয় চত্বরের মাঠে হাটু পানি বেধে যায়। এমনকি বিদ্যালয়ের ভবনের বারান্দায় পানি ছুঁইছুঁই অবস্থা বিরাজ করে।
পিছলাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক গোলাম মোস্তফা কলারোয়া নিউজ কে বলেন, বিগত ৩/৪ বছর যাবত বর্ষা হলেই বিদ্যালয়ের মাঠে পানি জমে যায়। বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যায়। পাঠদান চরমভাবে ব্যাহত হয়। এ বছর করোনার জন্য ক্লাস বন্ধ ছিলো তাই সমস্যাটা বেশি প্রকট ছিলোনা।
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাও বলেন, আমার স্কুলের ছোট ছোট ছেলে মেয়েরা আসে। বৃষ্টি হলেই আছাড় খেয়ে কাপড় চোপড়, বই খাতা ভেজার ভয়ে উপস্থিতি কমে যায়। এমনকি অভিভাবকরাও এত ঝুঁকির মধ্যে তাদের ছেলে মেয়েদের পাঠাতে চান না।
এলাকার কয়েকজন ব্যক্তি বলেন, এই স্কুলের পানি বেরিয়ে বিলে গিয়ে পড়তো। ফলে কোনো জলাবদ্ধতার সৃষ্টি হতো না। এখন সেই পাশ দিয়ে পানি যায় না। তাই জলাবদ্ধতার সৃষ্টি হয়। অনেকের বাড়ি ঘর তলিয়ে নষ্ট হয় এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়।
এ বিষয়টির স্থায়ী সমাধানের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাকার ভুক্তভোগীমহল।
অনুরূপভাবে, পানি জমে থাকা তথা জলাবদ্ধার দৃশ্য চোখে পড়েছে উপজেলার বহু শিক্ষা প্রতিষ্ঠানে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]