জুলাই অভ্যুত্থানের পেছনে অন্যতম প্রধান কারণ ছিল বেকারত্ব—এ মন্তব্য করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘বেকারত্ব দূর করাই এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) মিলনায়তনে “যুব উদ্যোক্তা: বিনিয়োগ ও পলিসি” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে উদ্যোক্তাদের জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে যুব ঋণের সর্বোচ্চ সীমা ৫ লাখ টাকায় উন্নীত করা হয়েছে এবং তা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সদ্য অনুমোদিত ‘যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫’ দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
এলডিসি গ্র্যাজুয়েশন সামনে রেখে বড় চ্যালেঞ্জের কথা তুলে ধরে আসিফ মাহমুদ বলেন, ‘দেশের ৬৩ শতাংশ তরুণ জনগোষ্ঠীকে যথাযথভাবে কাজে না লাগাতে পারলে ভবিষ্যৎ উন্নয়ন ব্যাহত হবে।’
কর্মশালায় তথ্যপ্রযুক্তি উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘বাংলাদেশে স্টার্টআপ ইকোসিস্টেম এখনও গড়ে ওঠেনি। এটি তৈরি করতে স্কুলপর্যায় থেকেই উদ্যোগ নিতে হবে। শহর ও মফস্বলের তরুণদের একইসঙ্গে একটি পাইপলাইনের আওতায় আনতে হবে।’
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]