করোনা ভাইরাসের কারনে চাকুরী ছেড়ে বাড়িতে চলে আসে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার তৈলকুপী গ্রামের কামাল আহমেদ। বাড়িতে এসে বেকার হয়ে পড়ে, তার বেকারত্ব দূর করতে উদ্যোগ নেয় মাসিক ভালো কাজ (Monthly Good Deeds)।
সোমরার (৭ডিসেম্বর) হানাদার মুক্ত দিসবের সকালে গ্রুপের এডমিন ও মডারেটরদের উপস্থিতিতে চায়ের দোকানের জন্য তার হাতে টিন তুলে দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মাসিক ভালো কাজের এডমিন ও আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও মিনিস্টার গ্রুপের রিজিওনাল ম্যানেজার হাসানুর রহমান হাসান, গ্রুপের মডারেটর ও মিনিস্টার প্লাজার ইনচার্জ আল মামুন ইসলাম, গ্রুপের মডারেটর ও সাংবাদিক শেখ সানজিদুল হক, মডারেটর প্রভাষক নাজমুল ইসলাম মাহী, মডারেটর ও জনতার মিছিলের পাটকেঘাটা ব্যূরো প্রধান ইকবাল হোসেন, মডারেটর ও পাটকেলঘাটা মিনিস্টার শোরুমের সিনিয়র ম্যানেজার রিপন সরদার।
উল্লেখ্য, মানব সেবার উদ্যোগ নিয়ে 'সকলেই আমরা সকলের তরে' এই শ্লোগান নিয়ে ১ ডিসেম্বর মাসিক ভালো কাজের ফেসবুক পেজ ও গ্রুপ খুলা হয়েছিলো পরবর্তীতে ৫ই ডিসেম্বর ২০২০ইং তারিখে কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]