নিজস্ব প্রতিনিধি: বেতনা ও মরিচ্চাপ নদী বাঁচিয়ে রাখতে টিআরএম পদ্ধতি চলতি বছরের প্রকল্প অন্তর্ভুক্ত করে বাস্তবায়নের দাবিতে স্থানীয় জনগণের অংশগ্রহণ মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মার্চ) বিকেলে উত্তরন এনজিও ও সাতক্ষীরা পানি কমিটির যৌথ আয়োজনে সদর উপজেলার রাজনগর বাজারে স্থানীয় জনগণের অংশগ্রহণ মুলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সাতক্ষীরা পানি কমিটির সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বল্লী ইউপি চেয়ারম্যান মহিতুল ইসলাম।
উক্ত সভায় উত্তরণের প্রোগেক্ট অফিসার দিলীপ কুমার সানার সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, সংরক্ষিত মহিলা মেম্বার মিতু, তালা উপজেলা পানি কমিটির নেতা মীর জিল্লুর রহমান।
উত্তরণের ফিল্ড অফিসার আল আমিন মোড়ল, উত্তরণের ও পানি কমিটির পরামর্শক হাশেম আলী ফকির, সেলিম আক্তার স্বপন, উত্তরণের মনিটরিং অফিসার মাহবুব হাসান, আলাউদ্দীন মোড়ল, সংবাদকর্মী সেলিম হোসেন, লাবসা ভুমিহীন সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম, রবিউল ইসলাম।
হাবিবুর রহমান, মাস্টার মুনছুর আলী, রফিকুল ইসলাম, জিএম রেজাউল করিম সহ আরো অনেকে প্রমূখ। স্থানীয় জনগণের অংশগ্রহণ মুলক সভায় অনতি বিলম্বে বেতনা ও মরিচ্চাপ নদী বাঁচিয়ে রাখতে টিআরএম পদ্ধতি চলতি বছরের প্রকল্প অন্তর্ভুক্ত করে বাস্তবায়নের দাবি জানান বক্তারা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]