মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা: আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় প্রতি সপ্তাহের বৃহস্পতিবার দুপুর বেলা অসহায়দের বিনামূল্যে খাবার খাওয়ান সাতক্ষীরায় পার্সেল বয় বাবু।
বৃহস্পতিবার (৩ জুলাই) সরেজমিনে গিয়ে জানা যায়, বাবু গাজী নাম হলেও সবাই তাকে ‘পার্সেল বয় বাবু’ নামে ডাকেন। সাতক্ষীরার পৌর শহরের কাটিয়া লস্কর পাড়ার আব্দুল মান্নানের ছেলে তিনি। তাঁর থেকে জানা যায় দীর্ঘ ৩ বছরেরও বেশি সময় ধরে তিনি ও তার পরিবারের সদস্যদের (মা ও স্ত্রী) সহযোগিতায় বিনামূল্যে মানুষের খেদমত করার নিমিত্তে ও মহান আল্লাহর সন্তোষ লাভের জন্য এ কাজটি করছে।
কতদিন কার্যক্রম চলবে- আল্লাহ আমাকে যতদিন তৌফিক দেন আমি ততদিন এভাবেই মানুষকে খাবার দিয়ে যাব। ।এ কর্মযজ্ঞ শুরুতে কম মানুষ আসলেও দিন দিন মেহমানদের ভিড় বাড়ছে। প্রথমে ৩০/৪০ জন হলেও এখন প্রতি বৃহস্পতিবার এখানে ৭০/১০০শ’ জন মানুষের পেট ভরে ফ্রিতে খেতে পারে।আমার ইচ্ছা এটি চলমান থাকবে সারাজীবন।
আরও জানা যায়, প্রতি বৃহস্পতিবার দুপুর হলেই সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে তাঁর খাবার খেতে পথশিশু, মানসিক ভারসাম্যহীন, ভিক্ষুক, হতদরিদ্র, উদ্বাস্তুরা খেতে হাজির হয়। কোনো দিন মাছ-ভাত সঙ্গে মাংস, কোনো দিন মাংসের খিচুড়ি রান্না করে খাওয়ান। এই কাজে তিনি তাঁর পরিবার ছাড়া কারো সহযোগিতা নেন না। তিনি খাবার বিতরণে তিনি অনেক তৃপ্তি পায়।
কার্যক্রম দেখতে এসে এ বিষয়ে সংগ্রাম পত্রিকার সাতক্ষীরা প্রতিবেদক আবু সাঈদ বিশ্বাস জানান,বাবু গাজীর এমন উদ্যোগটি ইতোমধ্যে সাতক্ষীরা শহরে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। তার এমন কার্যক্রমকে সাধুবাদ জানাই। তাঁর কারণে অনেক অসহায় গরিব ও ক্ষুধার্থ মানুষ সপ্তাহে অন্তত একদিন ভালো খাবার খেতে পারছে।
তিনি আরো বলেন, আমাদের সমাজে এমন অনেক কোটিপতি আছে যাদের অঢেল সম্পত্তি থাকা সত্ত্বেও এমন উদ্যোগ নেননা। তাই বাবু গাজীর এমন উদ্যোগকে অবশ্যই সাধুবাদ। তাঁর প্রত্যাশা বাবু গাজীকে দেখে এমন কাজে এগিয়ে আসবেন সমাজের বিত্তবানরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]