যশোরের বেনাপোল মহিষাডাঙ্গা গ্রাম থেকে ১২ বোতল ফেন্সিডিল সহ আসাদুর রহমান(৩৫) নামে এক জনকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটক, আসাদুর রহমান মহিষাডাঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে। বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করা হয়। সে এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে মহিষাডাঙ্গা গ্রামের আসাদুর রহমান ভারত থেকে ফেন্সিডিল এনে তার বাড়ির পাশে পুকুর পাড়ে মজুত করে রেখেছে।
এমন সংবাদের ভিত্তিতে এসআই তৌফিকুজ্জামান, এএসআই আতিয়ার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল সহ তাকে হাতেনাতে আটক করেন।
পাচারের সাথে জড়িত থাকার অপরাধে জাহিদুল ইসলাম পিতা তাহাজজোত গ্রাম শিবনাথপুর বারপোতা তাকে পলাতক আসামি করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, এবিষয়ে থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]