যশোরের বেনাপোলে কৃষক বেশে ভারত থেকে মাদক আনার সময় ৫শ’ ৪০ গ্রাম হেরোইনসহ জাহাঙ্গীর হোসেনকে (৪৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার (১৬ জুন) বিকালে বেনাপোলের ঘিবা সীমান্তের মাঠ থেকে তাকে আটক করা হয়।
আটক জাহাঙ্গীর হোসেন বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের আরশাদ আলির ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, ভারত থেকে হেরোইন আনা হবে গোপন এমন সংবাদে ঘিবা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মানিরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহলদল কৃষকের ছদ্মবেশ থাকা জাহাঙ্গীরের গতিবিধি নজরদারিতে রাখেন। ওই সময় সে ভারতীয় একজন ছদ্মবেশি কৃষকের কাছ থেকে হেরোইনের চালানটি গ্রহণ করে। পরে তাকে আটক করে দেহ তল্লাশি করে ৫শ’ ৪০ গ্রাম হেরোইন পাওয়া যায়। যার সিজার মূল্য ৫৪ লাখ টাকা বলে এই বিজিবি কর্মকর্তা জানান।
এ সময় তার সঙ্গে থাকা একটি গরুও উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]