যশোরের বেনাপোল সীমান্তে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে ইমন নামে এক ওয়ার্কশপ শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (০৯ জুন) সকাল ১০টার দিকে সীমান্তের বন্দর থানার বলুন্দা গ্রামের আবদুল কাদের ওয়ার্কশপে এ ঘটনা ঘটে।
নিহত ইমন (১৮) একই গ্রামের নজরুল ইসলামের ছেলে।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, সকালে সীমান্তের বন্দর থানার বলুন্দা গ্রামের ওই ওয়ার্কশপে কাজ করছিলেন ইমন। একপর্যায়ে কেমিক্যালের ড্রাম কাটতে গেলে সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে গুরুতর আহত হন ইমন। তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থেকে দুপুর ১টার দিকে ইমনের মৃত্যু হয়।
এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানান ওসি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]