প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ২:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২৩, ১২:০১ পূর্বাহ্ণ
বেনাপোলে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১৪ আসামী গ্রেফতার
শুক্রবার (৭ এপ্রিল) সকাল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে পোর্ট থানার বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীরা হলো, রানা (২২), সামছুর রহমান শম্পা (৪৯), আক্তার হোসেন বুনো আক্তার (২৫), আনিছুর রহমান (৪৫), হনুফা বেগম (৫০), ময়েন উদ্দিন (১৮), ইমরান হোসেন (২৪), রহমত (৪৮), আঃ হাকিম (৫৫), আসলাম মোল্যা (৩৮)।
মাদকসহ গ্রেফতারকৃতরা হলো, আবু বকর সিদ্দিক(২৫) ও জাহিদ হাসান (৩৫)।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামীরা গোপনে এলাকায় অবস্থান করছে, এমন খবরে, থানা এলাকার বিভিন্ন জায়গায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১২ জন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়।
অপরদিকে, মাদক বেচাকেনার অপরাধে ২০ পিচ ইয়াবা সহ আবু বকরকে ও ২৫০ গ্রাম গাঁজাসহ জাহিদকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি কামাল হোসেন ভুইয়া।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]
Copyright © 2025 কলারোয়া নিউজ. All rights reserved.