যশোরের বেনাপোলে ছাত্রলীগ নেতা নাসির হোসেনের বাড়ি থেকে দু'টি মোটরসাইকেল চুরি হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে শার্শা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাসির হোসেনের নিজের বাড়ি থেকে ইয়ামাহা এফ জেড ও এস ইয়ামাহা এফ জেড ব্লু ও কালো রংয়ের দুটি মোটর সাইকেল চোরেরা গ্রিল কেটে নিয়ে যায়।
এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি জিডি করা হয়েছে।
শাশা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাসির হোসেন বলেন, গভীর রাতে বাসার সবাই যখন ঘুমিয়ে ঠিক তখনই বাড়ির মেইন দরজার কলাপসিবল গেটের তালা ভেঙে দৃর্বৃত্তরা ভিতরে প্রবেশ করে সিড়ির নিচের থাকা মোটরসাইকেল দু'টি নিয়ে যায়।
সকালে দরজার গেটের তালা ভাঙা দেখে ও মোটরসাইকেল দু'টি না থাকায় বেনাপোল পোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার এএসআই আলমগীর হোসেন বলেন, দু'টি মোটরসাইকেল চুরি হওয়ার বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন গাড়ীর মালিক।
তিনি বলেন, মোটরসাইকেল দুটি উদ্ধারের চেষ্টা চলছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]