যশোরের বেনাপোল কাগজপুকুর গ্রামে ছোট ভাইয়ের পিস্তলের গুলিতে বড়ভাই খুন হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ছোট ভাই আমজাদ হোসেন মিশা গুলি করে তার আপন বড় ভাই রাসেল (৫০)কে খুন করে।
তারা দু'জনেই বেনাপোল পোর্টথানার কাগজপুকুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
আমজাদ হোসেন মিশা কে পুলিশ পিস্তল, গুলি ও ছুরি সহ গ্রেফতার করেছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মামুন খান জানান, সকাল সাড়ে ১০টার দিকে রাসেল ও মিশার মধ্যে টাকা চাওয়াকে কেন্দ্র করে ঝগড়া বাধে। একপর্যায়ে মিশা ঘর থেকে পিস্তল এনে বড় রাসেল কে গুলি করে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। পুলিশ আমজাদ হোসেন মিশাকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও ছুরি সহ পাশের গ্রাম থেকে আটক করেছে।
লাশ ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, থানায় মামলার প্রস্তুতি চলছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]