বেনাপোল বন্দর এলাকায় ট্রাকের চাপায় আহত সাংবাদিক লোকমান হোসেন (৩৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন) ।
রোববার (১৪ ফেব্রুয়ারী) রাত৩ টার দিকে উন্নত চিকিৎসা নিতে ঢাকা যাওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরনে তিনি মারা যান।
লোকমান হোসেন সিঅ্যান্ডএফ এজেন্ট মাহিবি এন্টার প্রাইজের স্টাফ ছিলেন। ব্যবসার পাশাপাশি তিনি সংবাদ পত্র ও সাংস্কৃতির সাথে জড়িত ছিলেন।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, গতকাল সন্ধ্যায় তিনি ব্যবসায়িক কাজ শেষে মটর সাইকেল চালিয়ে বাড়িতে ফেরার পথে বেনাপোল বন্দর সড়কে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে সে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে নেন এতে তার শারিরীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরমর্শ দেন। এ্যাম্বুলেন্সে ঢাকা যাওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরনে ভোরে তিনি পথিমধ্যে মারা যান। তার মৃত্যুতে সীমান্ত অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]