যশোরের বেনাপোল বাজার বলফিল্ডের সামনে ট্রাকের ধাক্কায় কুব্বাত আলী (৫৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (২৬ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।
নিহত কুব্বাত আলী বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের আয়ুব আলীর ছেলে।
বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, 'যশোর থেকে বেনাপোলগামী ট্রাক (যশোর-ট-১১-১৭৫১) বেনাপোল শহরে ঢোকার প্রাক্কালে বেনাপোল বলফিল্ডের সামনে একজন সাইকেল আরোহীকে পেছন থেকে ধাক্কা দিলে সাইকেল আরোহী কুবাদ আলী গুরুতর আহত হয়। আহত অবস্থায় চিকিৎসার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এঘটনায় ট্রাক চালক পলাতক রয়েছে। আর ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]