যশোরের বেনাপোল থানাধীন পুটখালী ইউনিয়নের কানাই খালী খালে দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষায় পাটাবাঁধ অপসারণ ও নেটজাল পুড়িয়ে ধ্বংস এবং এক জনকে আটক করে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকালে শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান ও নির্বাহি ম্যাজিস্টেট খোরশেদ আলম চৌধুরীর উপস্থিতে মোবাইল কোর্টে পরিচালিত হয়।
এ অভিযানে পুটখালী ইউনিয়নের বরোপোতা বাজার থেকে খলসি বাজার পযর্ন্ত কানাই খালী খালে মোবাইল কোর্ট এর মাধ্যমে আড়াআড়ি ৪টি পাটাবাঁধ অপসারন করা হয়। উক্ত পাটাবাঁধ অপসরন করার সময় ১ জনকে আটক করে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং পাটা ও জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার এসআই রুকনুজ্জামান, এসআই ইমরান হোসেন প্রমূখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]